Wellcome to National Portal
Main Comtent Skiped

Zila Administration, Barisal.

স্বাগতম, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), বরিশাল জেলা।


Recent Activities

বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরিশাল কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কিার্যালয়, সরকারি বরিশাল মহিলা পলিটেকনিক, 04-টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, 200 সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় 03-টি সরকারি কলেজে ভবন নির্মাণসহ, নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (3000 স্কুল) প্রকল্পের আওতায় 60-টি শিক্ষা প্রতিষ্ঠানের (4-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে 23-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান, এছাড়াও নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমূখী সম্প্রসারণ শীর্ষক(3250-টি স্কুলের সম্প্রসারণসহ আসবাবপত্র সরবারহ) প্রকল্পের আওতায় 84-টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 40-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান এবং নির্বাচিত মাদ্রাসাসমূহের স্থাপন শীর্ষক প্রকল্প-(1800) আওতায় 36-টি শিক্ষা প্রতিষ্ঠানের (4-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে 02-টি মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরিশাল কর্তৃক বরিশাল জেলার বিভিন্ন উপজেলাতে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানসমূহে 04-তলা ভীতবিশিষ্ট 01-তলা একাডেমিক ভবনসহ মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবারহের কাজ চলমান রয়েছে।