শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটিকনিক ইনষ্টিটউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটউট, টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী আধুনিক, বিজ্ঞান সম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কারসহ আসবাবপত্র সরবরাহের কাজ করে যাচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরিশাল কর্তৃক আধুনিক ও দৃষ্টিনন্দন বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল ইজ্ঞিনিয়ারিং কলেজ স্থাপন করা হয়েছে। জেলা পর্যায়ে পোস্ট গ্রাজুয়েট প্রকল্পের আওতাধীন সরকিারি ব্রজমোহন কলেজে একাডেমিক, প্রশাসনিক, বিজ্ঞান ও কলা ভবন নির্মাণ করা হয়েছে। বিভাগ পর্যায়ে ৭টি নতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় 02-টি 07-তলা ভীতবিশিষ্ট 07-তলা ভবন নির্মাণ করা হয়। পুরাতন 3000স্কুল প্রকল্পের আওতায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় মোট 33-টি বে-সরকারি স্কুলে 04-তলা ভিতবিশিষ্ট 01-তলা ভবনসহ আসবাবপত্র সরবারহ করা হয়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বে-সরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলাতে সর্বমোট 44-টি বে-সরকারি কলেজে 04-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়, যার ভিতর 34-টি কলেজের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং বাকি 09-টি কলেজের নির্মাণ কাজ চলমান। সেসিপ প্রকল্পের আওতায় বরিশালের বিভিন্ন উপজেলাতে 23-টি প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এছাড়াও 7016 প্রকল্পের আওতায় বরিশালের সকল উপজেলাতে বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরিশাল কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কিার্যালয়, সরকারি বরিশাল মহিলা পলিটেকনিক, 04-টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, 200 সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় 03-টি সরকারি কলেজে ভবন নির্মাণসহ, নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (3000 স্কুল) প্রকল্পের আওতায় 60-টি শিক্ষা প্রতিষ্ঠানের (4-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে 23-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান, এছাড়াও নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমূখী সম্প্রসারণ শীর্ষক(3250-টি স্কুলের সম্প্রসারণসহ আসবাবপত্র সরবারহ) প্রকল্পের আওতায় 84-টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 40-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান এবং নির্বাচিত মাদ্রাসাসমূহের স্থাপন শীর্ষক প্রকল্প-(1800) আওতায় 36-টি শিক্ষা প্রতিষ্ঠানের (4-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে 02-টি মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরিশাল কর্তৃক বরিশাল জেলার বিভিন্ন উপজেলাতে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানসমূহে 04-তলা ভীতবিশিষ্ট 01-তলা একাডেমিক ভবনসহ মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবারহের কাজ চলমান রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS